সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২৪ /২৫ অর্থ বছরে খরিফ এক মৌসুমে উপশি আউশ এর বীজের প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলার ২১শত কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উপসি আউশ ধানের বিজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। আজ বৃহসপতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কৃষি প্রণোদনা বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপেজলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, প্রভাষক আবদুল ওয়াদুদ ও মাহফুজ মোল্লা সদস্য উপজেলা বিএনপি।