পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় বিরাহীম আইএপিপি কৃষি সমবায় সমিতির আয়োজনে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ ফেব্রুয়ারী) দুপুরে সারা বাংলা কৃষক সোসাইটির সহায়তা উপজেলার পারুল ইউনিয়নে বিরাহীম আইএপিপি কৃষি সমবায় সমিতির আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় এসবিকেএস এর প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আজিজার রহমানের সভাপতিত্বে এসবিকেএস এর কৃষি ব্যবসা প্রমোশন অফিসার অহেদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুর রহমান,রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাশেদুল ইসলাম, রুরাল ফাইনান্স অ্যাক্সেস প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর, সোহানুর রহমান,বিরাহীম আইএপিপি কৃষি সমবায় সমিতির সভাপতি মোকছেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর-ন্নবী, এসবিকেএস এর নির্বাহী সদস্য মোর্শেদা বেগম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুর রহমান বলেন,কৃষকদের জন্য সংগঠন ভিত্তিক সম্প্রসারণ সেবার আওতায় নিয়ে আশার গুরুত্ব প্রদান করেন। মতবিনিময় সভা শেষে সারা বাংলা কৃষক সোসাইটি ও কৃষি গবেষনা ইন্সটিটিউটের কারিগরি সহায়তা অংশীদার হিসাবে সবজী বীজ উৎপাদন, সারা বাংলা কৃষক সোসাইটির মাধ্যমে কৃষক পর্যায়ে অংশীদারী ভিত্তিতে গড়ে তোলা সৌরচালিত সেচ ব্যবস্থাপনা ও দ্বিতল সবজী চাষ প্রকল্প পরিদর্শন করেন।এ সময় কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।