জয়পুরহাট
জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে উদ্দীপন বীজ আলুর ফলাফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ চত্বরে ফলাফল প্রদর্শন ও মাঠ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, চলতি মৌসুমে উদ্দীপন এগ্রো লিমিটেড কোম্পানির বীজ আলু স্থানীয় বীজ ডিলার ইটাখোলা বাজার অনির বীজ ভান্ডার, প্রোপাইটার শাজাহান আলী মোল্লার মাধ্যমে নুমনা স্বরূপ বীজ আলু বিক্রিয় করেন। ওই বীজ রোপণকারী আলু চাষীরা এখন জমি থেকে তোলা শুরু করেন। ওই এলাকার সাধারণ আলু চাষীদের আমন্ত্রণ করে উদ্দীপন আলুর ফলাফল প্রদর্শন ও মাঠ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ওই ডিলার।
আলু চাষী আজাদ বলেন, আলুর বীজের গুণমতমান ভাল। আগামীতে উদ্দীপনের আলু বীজ রোপন করলে কৃষক লাভবান হবে বলে আশা করছি।
বড়াইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি জসিমউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপন এগ্রো লিমিটেডের হেড অব বিজনেস কৃষিবিদ এস এম আব্দুল মুকিত। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী তিতাস।
বগুড়া ও রংপুর রিজিওনাল সেলস ম্যানেজার রনি চৌধুরী, ডিস্ট্রিবিউশন ম্যানেজার দিলিপ ইসলাম, ক্ষেতলাল উদ্দীপন শাখা ব্যবস্থাপক জসিমউদ্দীন।
এসময় আরোও উপস্থিত ছিলেন ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী ও সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় দুই শতাধিক কৃষাণ কৃষাণী।