মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে ‘উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় মাওহা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ১২০টি বাছুর নিয়ে অংশ নেন স্থানীয় খামারিরা। এদের মধ্যে বাছুরের গুণগত মান ও স্বাস্থ্য বিবেচনায় ২০টি বাছুরকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোঃ মোজাম্মেল হক একটি স্মার্টফোন পান। অন্যান্য বিজয়ীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ফরিদা ইসলাম, জেলা সিওরেজোনালিস্ট ডা. নাজিমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, ব্রাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম এবং জোনাল সেলস ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাক প্রধান কার্যালয়ের এজিএম ডা. মোঃ শওকত আলী। এছাড়াও মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।