বিধান মন্ডল, ফরিদপুর থেকে:
ফরিদপুরের সালথায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৫৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ফলজ গাছের চারা, নেট, পানির ড্রাম, জৈব সারসহ ১৫ প্রকার সবজির বীজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।
কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে অনাবাদি ও পতিত জমি, বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এটি একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণে সহায়ক, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।”
এই কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকেরা প্রকল্পটির কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এই ধরনের উদ্যোগের দাবি জানান।