মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার পশ্চিম সংলগ্ন মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (Synchronize Cultivation) আওতায় ব্লক প্রদর্শনী স্থাপন করা হয়। এ প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কর্তনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে, ব্রিধান-৯২ জাতের ধান গত বছরের ১২ ডিসেম্বর অটোমেটিক সিড সোয়িং মেশিনের মাধ্যমে ট্রেতে বপন করা হয় এবং চলতি বছরের ২৩ জানুয়ারি রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে মাঠে চারা রোপণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ধানের চাষ করা হয়েছে। এতে করে বীজ, সার, শ্রমিকসহ অন্যান্য খরচ কমেছে এবং ফলনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, “জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো সময়ের দাবি। সমলয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি উৎপাদন খরচও কমছে। একটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় প্রায় ১ একর জমির ধান কাটতে পারে, ফলে কৃষকদের সময় ও শ্রমের খরচ অনেকটাই বাঁচছে।”