শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পতিত রোপা আমন জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের শস্য বিন্যাসের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্যোগে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেল ৪টায় আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস (RFS) বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবিএম জামিউল ইসলাম।
কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খায়রুল কায়েস, কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন জালালী ও স্থানীয় কৃষক সুরুজ আলী।
বক্তারা বলেন, পতিত জমিতে বছরের সব মৌসুমে ব্রি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ধান, সরিষা ও অন্যান্য ফসলের চাষাবাদ করে কৃষকরা অধিক উৎপাদন ও লাভবান হতে পারেন। ব্রি’র পক্ষ থেকে এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শস্য বৈচিত্র্য ও সারা বছর পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষকের আর্থিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।