লিমন মিয়া, সরিষাবাড়ী:
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে তাল গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
সোমবার (২৫ আগস্ট) দিগপাইত-তারাকান্দি নতুন মহাসড়কের সাতপোয়া-মাইজবাড়ী এলাকায় সড়কের দুই পাশে ৫০০টি তাল গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন ও কৃষকদের সচেতনতা লক্ষ্যে আলোচনা সভারও আয়োজন করা হয়।
২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের তথ্যমতে, গত ৪০ বছরে দেশে বজ্রপাতের হার ১৫ শতাংশ বেড়েছে। প্রাণহানির বড় অংশই ঘটে খোলা মাঠে কাজ করা কৃষকদের মধ্যে। এ প্রেক্ষাপটে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণহানি কমাতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সারা দেশে তাল গাছ রোপণ কর্মসূচি চালু করেছে। এর আগে পাবনার চাটমোহরে একইভাবে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ফলক উন্মোচন করেন। পরে সভায় কৃষকদের মাঝে বজ্রপাতের ঝুঁকি ও প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা সৃষ্টি ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জামালপুরের উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাকিয়া সুলতানা,অতিরিক্ত পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন,সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন, কৃষি অফিসার অনুপ কুমার সিং,স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব,জোনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, ফিল্ড ম্যানেজার আব্দুল আউয়াল আজাদ।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের এই উদ্যোগ ভবিষ্যতেও দেশের বজ্রপাতপ্রবণ এলাকায় অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।