চাইথোয়াইমংমারমা ,বিশেষ প্রতিবেদক :
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে রাঙ্গামাটি কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৭০ জন নারী অংশ গ্রহণ করেন।
তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, নারী সমাজকে দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ সুন্দর গড়ার লক্ষ্যে সমাজে সকল ধরনের জনগোষ্ঠীর বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত সমাজ গড়তে হবে। প্রান্তিক পর্যাযের নারীদেরকে দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহন করতে হবে বলে বক্তব্য রাখেন।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অফিস সহকারী মোহাম্মদ মইন উদ্দীন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আজগর আলী খান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মংশেপ্রু চৌধুরী এবং বাঙ্গালহালিয়া ইউপি মহিলা মেম্বার ছালমা আকতার ।
ছবির ক্যাপশন: নারী সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন কাপ্তাই তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন।