রিপন মারমা,
রাঙ্গামাটির কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন পালন করছেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সকাল থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।
বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়,কাপ্তাই উচ্চ বিদ্যালয়,ডংনালা উচ্চ বিদ্যালয়,চিৎমরম উচ্চ বিদ্যালয়,পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়,ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী পেপার মিল হাইস্কুল,কে আর সি উচ্চ বিদ্যালয়, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়,তৈয়বিয়া সুন্নীয়া মাদ্রাসারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অংশ নিতে দেখা গেছে।তাদের তিন দফা দাবি হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসাইন মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে শতাধিক শিক্ষক অংশ নেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ রেখেছি। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
আরও শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন, মোঃ হারুনুর রশীদ,জয়সীম বড়ুয়া, মোঃ হানিফ, মাহবুব হাসান বাবু, ফজলুল করিম,মাহবুবুর রহমান,মোস্তফা সাইদ মনোয়ার,মনিরুল ইসলাম এসময় তারা বলেন, রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত ও কয়েকজনকে আটক করা হয়। এরই প্রতিবাদে আমরা মানববন্ধন করছি।
মানববন্ধন শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্যদাবী আদায় বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মরকলিপি প্রদান করা হয়