মোঃ আছাদুজ্জামান মিয়া
৭১-কে প্রতিদিনই মনে পড়ে—যদিও তখন যুদ্ধ করার উপযুক্ত বয়স হয়নি। তবুও সেই কিশোর বয়সে মুক্তিযোদ্ধা ভাইদের ট্রেনিং ক্যাম্পে পানি, চা-বিস্কুট এগিয়ে দিয়েছি, ট্রেনিং শেষে দোতলা ঘরে তাদের অস্ত্র সাজিয়ে রেখেছি।
আমার চোখে এখনো ভাসে সেই যুদ্ধের দৃশ্য। কালের এক জীবন্ত সাক্ষী হয়ে ৯ মাসের সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়।
আজ যখন ভারত-পাকিস্তানের যুদ্ধের খবরে মন ভারাক্রান্ত হয়, তখনই মনে পড়ে যায় ৭১-এর সেই দিনগুলো। সেদিন ভারতকে বন্ধু আর পাকিস্তানকে চরম শত্রু মনে হয়েছিল। পাকিস্তান আমাদের সাধারণ মানুষের ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে—তা কোনো দিন ভুলবার নয়।
তবে বাস্তবতা এই যে, ভারত তাদের কৌশলগত স্বার্থেই আমাদের সহায়তা করেছিল। পরবর্তীতে গত ৫৪ বছরে তারা এদেশ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছে, অথচ আমাদের তেমন কিছুই দেয়নি।
সুতরাং আজ আমরা আর কোনো দেশের পক্ষ নিতে পারি না। আমাদের কারো সেভাবে বন্ধু নেই। আমাদের একমাত্র ভরসা—আমাদের নিজেদের শক্তি, আমাদের দেশের মানুষ, এবং জাতিগত ঐক্য।
আমাদের সবার উচিৎ—দল-মত নির্বিশেষে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সত্যিকারের বাংলাদেশী হওয়া। এটাই আজকের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।