নেত্রকোণা প্রতিনিধি:
নববর্ষের আমেজে নেত্রকোণায় প্রকাশিত হয়েছে লিটল ম্যাগাজিন ‘মন্বন্তর’-এর দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা। ১৪ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় নেত্রকোণা জেলা সাধারণ গ্রন্থাগারের চত্বরে, বকুলতলায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় এই সংখ্যা।
নেত্রকোণা সাংস্কৃতিক ইউনিয়নের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রকাশনা অনুষ্ঠান। এরপর অতিথি হিসেবে উপস্থিত শুভ সরকার ‘মন্বন্তর’-এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত কুশলী, অতিথি ও পাঠকদের হাতে তুলে দেওয়া হয় ম্যাগাজিনের কপি।
‘মন্বন্তর’ সম্পাদনায় রয়েছেন আমির ফুয়াদ আরাবী, হাসান জাওয়াদ খান, প্রতীতি চক্রবর্তী ও রত্নদ্বীপ দাস নিলয়। এই লিটল ম্যাগাজিনটি সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র, স্বতস্ফূর্ত ও অবাণিজ্যিক ধারা অনুসরণ করে প্রকাশিত হয়। এতে শিক্ষার্থীদের লেখা কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, চিত্রাঙ্কনের মতো সাহিত্য ও শিল্পকর্ম স্থান পেয়েছে।
সম্পাদকমণ্ডলীর ভাষ্যে, বাণিজ্যিক প্রেরণায় রচিত রোম্যান্টিসিজম-আক্রান্ত বিকৃত সাহিত্যচর্চার বিরুদ্ধেই দাঁড়িয়েছে ‘মন্বন্তর’। কুসংস্কৃতি ও ভ্রান্ত সাহিত্য প্রবণতাকে পাশ কাটিয়ে শুদ্ধ, সরল ও নির্মল শিল্পচর্চার মাধ্যমে সাহিত্যভুবনে এক বিকল্প পথ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে ম্যাগাজিনটি।
উল্লেখ্য, ‘মন্বন্তর’-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৪৩০ বঙ্গাব্দের পহেলা ফাল্গুনে। স্বল্প সময়েই এটি তরুণ সাহিত্যপ্রেমীদের মধ্যে এক স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছে।