মোস্তাফিজুর রহমান:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম লিঠু। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন, “পরীক্ষা হলো জীবনের একটি ধাপ মাত্র, তবে একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু। এছাড়া সহকারী শিক্ষক আব্দুলাহেল সাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষিকা হেলেনা বেগম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, কোহিনুর বেগম, মঞ্জুরয়ারা বেগমসহ আরও অনেকে।
এছাড়া, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোন্তাছির রহমান, রাফিউল সরদার, মেহেদী ইসলাম, রশিদুল ও তুহিন সরকার। তারা বিদ্যালয়ের শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ও তাদের স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ মোস্তাফিজুর রহমান
গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি সংবাদদাতা