ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: হিমেল খান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো: আব্দুর রাজ্জাক হাজারী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোশাররফ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) নাজমুল হক প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: মোশাররফ হোসেন বলেন,৯ মাস ১৫ বছরের সব শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। পৌর শহরসহ উপজেলায় টিকাদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এ ৫৪ হাজার ৩৯০ জন। এর মধ্যে স্কুলভিত্তিক টিকাদান হবে ৩৮ হাজার ৭১১ জনকে এবং কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে ১৫ হাজার ৬৭৯ জনকে। স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনে ২০১টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা ১ম থেকে ১০ম দিন পর্যন্ত চলবে। এছাড়া অস্থায়ী ১২০টি টিকাদান কেন্দ্র চলবে ৮ দিন, আর একটি স্থায়ী টিকাদান কেন্দ্র চলবে ১৮ দিনব্যাপী। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশ মোতাবেক নিবন্ধন ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট বয়সের সবাইকে টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, জন্মের পরপরই সব বাচ্চাকে যেমন ইপিআই টিকা সরকার বিনামূল্যে দেয়, তেমনই টাইফয়েডের টিকা বিনামূল্যে ও নিরাপদ। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টাইফয়েড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।