শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. গোলাম হাবিবকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৬ জুলাই) র্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৩ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি ডিমলার দক্ষিণ ঝুনাগাছ চাপানী মধ্যপাড়ার মৃত মজিবুর রহমান ভেলুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভিকটিম আমড়া কুড়াতে গেলে আসামি গোলাম হাবিব তাকে ফুসলিয়ে নিজের বাড়ির পাশে একটি টিনের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম পরিবারকে বিষয়টি জানালে তার পিতা বাদী হয়ে ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের নজরে আসলে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ঢাকায় যৌথভাবে অভিযান চালানো হয়। এতে চকবাজার থানাধীন চাঁদনীঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এলাকা থেকে গোলাম হাবিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়।