শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার আরও চার আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের সৈয়দপুর থানায় আনা হয় এবং রোববার (২৫ মে) দুপুর ৩টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সূখীপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে মনা (৩০), আব্দুল বারির ছেলে হৃদয় (২৪), রমজানের ছেলে রনি (২০) এবং বাবরের ছেলে নয়ন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রযুক্তি সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গত ১০ মে রাতে সৈয়দপুর শহরের সুখীপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে মাথা থেতলানো, রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় মেলে—সে রাফি (২৪), সৈয়দপুরের কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।
নিহতের পরিবার জানায়, মাছ ধরাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে রাফির পূর্ব বিরোধ ছিল। ঘটনার এক মাস আগে তারা রাফির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় রাফি থানায় মামলা করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।
পরিবারের অভিযোগ, ১০ মে রাতে পরিকল্পিতভাবে রাফিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়।
ঘটনার রাতে রাফির বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও আরও ৭-৮ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই রাতেই প্রধান আসামি সোনা (৩৪) কে গ্রেপ্তার করে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে চারজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”