গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ীতে নব্বই বছর বয়সী এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামী মোঃ সিয়াম পালোয়ান (১৯) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ মে ২০২৫ তারিখ রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে এজাহারভুক্ত আসামী সিয়াম পালোয়ানসহ আরও প্রায় ৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, দা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মোঃ শাহ আলম পালোয়ান, মোঃ লুৎফর পালোয়ান, মোঃ শাহরিয়া এবং নব্বই বছর বয়সী মোঃ নাসির পালোয়ান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, গুরুতর আহত নাসির পালোয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা উত্তরা শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ জুলাই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ এর একটি গোয়েন্দা টিম দীর্ঘ নজরদারির পর নিশ্চিত হয় যে, পলাতক আসামী সিয়াম পালোয়ান গাজীপুর বাসন থানার পশ্চিম দিঘিরচালা এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর ১২ জুলাই সন্ধ্যা ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম তার অপরাধের দায় স্বীকার করেছে বলে জানানো হয়েছে। পরে তাকে যথাযথ আইনগত ব্যবস্থার জন্য গাজীপুর মহানগর পুলিশ, কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে.এম.এ মামুন খান চিশতী জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামীদের আইনের আওতায় আনতে র্যাব দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।