মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারে, লিটন মাহমুদ নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন। এরপর শার্শা থানার একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল ও বেশ কিছু গুলি উদ্ধার করে।
ঘটনার পর এসআই মেহেদী হাসান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
রোববার মামলার রায় ঘোষণাকালে আসামি লিটন মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। বিচারক বেআইনি অস্ত্র রাখার দায়ে তাকে ১০ বছর এবং গুলি রাখার দায়ে আরও ৭ বছর কারাদণ্ড দেন। উভয় সাজা একত্রে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।