পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দশ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জিআর পরোয়ানাভুক্ত আসামী শাহারেন প্রামানিক (৩৪), বাদল মিয়া ক্যালা (২২), তানভির হোসেন (২২), সোহেল রানা টোকেন (৪০), ইমন সরকার (২৬), ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক আসামী আলিফনুর সানি (২৫), হৃদয় হোসেন (২১), সিয়াম হোসেন (১৯) ও নুহু মিয়া (১৯)।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।