আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করে দায়ের করা মামলার এক পর্যায়ে আজ ১২ মে (সোমবার) গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসা মোট ২২ জন আসামি এদিন নিম্ন আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবুল কালাম (ভেন্ডার) নামে একজন আসামিকে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিন মঞ্জুর করেন। তবে বাকি ২১ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী জানান, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে আদালত প্রাথমিক পর্যায়ে অভিযোগের গুরুত্ব বিবেচনায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন বলে জানা গেছে।
এ মামলায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।