শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক যুবক।
মঙ্গলবার (২০ মে) সকালে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি থেকে আসাদ চন্দ্র নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। এদিন জেলা সদরের শিপন রায়ের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন আসাদ। পরীক্ষা শুরুর আগে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার ছবি প্রবেশপত্রের ছবির সঙ্গে না মেলায় সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়। মূল পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।

গ্রেফতারের পর আসাদ সাংবাদিকদের জানান, শিপন তার মামাতো ভাই। মামাতো ভাইয়ের অনুরোধে তিনি প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। নিজের ভুল স্বীকার করে আসাদ বলেন, “আমার ভুল হয়ে গেছে।” তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের লিখিত পরীক্ষায় মোট ২৫১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।