বাংলা এফএম ডেস্ক:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয়জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয়:-
১) মো. শাহজামান (৫০),মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
২) রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫),মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩) হাজী আলী আকবর মেম্বার (৭৭),সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
৪) মো. আব্দুল আলিম বেপারী (৫৪),কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
৫) শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮),৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা।
৬) আনছারুল করিম (৩০),বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক।
ডিবি সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, বসিলা,মাতুয়াইল,ধানমন্ডি ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রথম পাঁচজনকে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ মে) দুপুরে মগবাজার থেকে গ্রেফতার করা হয় ছাত্রলীগের সাবেক নেতা আনছারুল করিমকে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
ডিবির দাবি,গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল ও সহিংস কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।