শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলাধীন আড়াচন্ডী এলাকার ২৪ নং জয়সাগর মৌজার বি আর এস ৫৫ নং খতিয়ানের বি আর এস ৬১৯ নং দাগে ২৮ শতাংশ নাল জমি গত ৬ মাস আগে একাধিক দাতার থেকে ক্রয় করেন সীমা আক্তার এবং জমির মালিকদের থেকে দখল বুঝে নেন। পরে ঐ জমিতে যখন সীমা আক্তার স্থাপনা নির্মাণ করতে যান তখন তাতে বাধা দেন মূলনা এলাকার সুরুজ সরদার ও তার ছেলে আকাশ সরদার। তারা দাবী করেন ঐ জমি তাদের। এ নিয়ে দুই পক্ষই আদালতের দ্বারস্থ হয়। পরে সীমা আক্তার ঐ জমির মালিকানা নিশ্চিতের জন্য অধিকতর তদন্ত করতে এবং সুরুজ সরদার তার প্রভাব খাটিয়ে যেন অবৈধভাবে দখলে নিতে না পারেন তার জন্য আদালতে একটি স্থিতিশীলতা(১৪৪/১৪৫ ধারা) চেয়ে আবেদন করেন। সে প্রেক্ষিতে আদালত ঐ জমিতে একটি স্থিতিশীলতা জারি করে। যেন ঐ জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে। সেখানে পুলিশ গিয়ে দুপক্ষকে অবগত করেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন পক্ষ ঐ জমিতে কোন ধরনের কর্যক্রম বা জমি ব্যবহার করতে পারবে না। কিন্তু সুরুজ সরদার ও তার ছেলে আকাশ সরদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাঝে মধ্যেই রাতের আধারে ঐ জমিতে স্থাপনা নির্মাণের পায়তারা করছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার(৭ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে ঐ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করা হয়। পরে স্থানীরা তা সীমা আক্তারকে জানালে তার স্বামী মাহবুবুর রহমান পুলিশের দ্বারস্থ হয়। পরে পুলিশ সেখানে গেলে ঘর নির্মাণ করতে আসা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সুরুজ সরদার ঐ এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং আর্থিকভাবেও বেশ স্বচ্ছল। সেকারনে তিনি লোকজন দিয়ে বিভিন্নভাবে জমিটি দখলে নেয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, গত শুক্রবার রাতে সুরুজ সরদারের ছেলে আকাশ সরদার লোকজন ভাড়া করে এনে রাতের আধারে ঐ জমিতে ঘর উঠাতে চেয়েছিল। পুলিশ চলে আসায় সবাই পালিয়েছে।
ভুক্তভোগী সীমা আক্তারের স্বামী মাহবুবুর রহমান বলেন, “আমরা আদালতে গিয়েছি। আদালত আমাদের যেভাবে রায় দিবে সেটাই আমরা মেনে নেবো। কিন্তু সুরুজ সরদার ও তার ছেলে আদালতের নির্দেশনাকে কোন তোয়াক্কা করছেন না। প্রতিনিয়ত জমিটি অবৈধভাবে দখলে নেয়ার চেষ্টা করছে। আমি খুব অসহায় বোধ করছি।”
অভিযোগের বিষয়ে জানতে সুরুজ সরদারের বাড়ীতে গিয়ে তাকে এবং তার ছেলে আকাশ সরদারকে পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থিতি অবস্থা বহাল রাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাজিরা থানার উপ-পরিদর্শক(এসআই) কায়কোবাদ বলেন, “আদালত স্থিতিশীলতা জারি করার পর আমি দুপক্ষকে তা অবগত করেছি। কিন্তু এরপরও সুরূজ সরদার গং তা অমান্য করে ঐ জমি দখলের চেষ্টা করছে। আমি খবর পেলে সাথে সাথে গিয়ে তাদের পাওয়া যায়নি। তাই নিশ্চিত হতে পারছি না কারা এমনটি করছেন। যদি তদন্ত করে তাদের শনাক্ত করতে পারি তবে তাদের আইনের আওতায় এনে আদলতে সমর্পণ করবো।