মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে খুনের মামলার মূল আসামি সোহেল রানা (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল রানা চলতি বছরের ১৯ মার্চ সুনামগঞ্জের দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে সংঘটিত আব্দুল গণি (৫০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত। উক্ত হত্যাকাণ্ডের মামলা নম্বর-০৫, তারিখ-২০/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩০২/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়। নিহত আব্দুল গণি ধোপাঘাটপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. স্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।