মো. মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দস্যুতা মামলায় লুণ্ঠিত একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে এবং জিআর পরোয়ানায় ৮ জন ও সিআর পরোয়ানায় ১ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—আনোয়ার হোসেন (গোবিন্দপুর), আহসান হাবিব সৈকত (২২, আবু তোরাব নগর), মাঈন উদ্দিন (৫৮, পুরুষত্তোমপুর), ওহিদ উল্যা (৫৫, ভাত্তর), পেয়ারা বেগম (৫৫, বনসা), আব্দুর রহিম (৬০, বানসা), এমরান হোসেন (২৪, ভাত্তর), সুরমা আক্তার (৩৬, বানসা), রায়হান (২১, সিংবাহুরা) এবং বিউটি বেগম (৪৫, ভাওর)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”