বাংলা এফএম ডেস্ক:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
ডিবি সূত্র জানায়,সোমবার (১২ মে) রাত ১১:৪৫ মিনিটে ধানমন্ডি থেকে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০)–কে গ্রেফতার করে ডিবির একটি দল। এ ছাড়া রাজধানীর মগবাজার,গুলশান,তেজগাঁও, যাত্রাবাড়ী,কাওলা,ডেমরা,মিরপুর ও বংশালসহ বিভিন্ন এলাকা থেকে বাকিদেরও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১) হেলেন আক্তার (৫৫),রমনা থানা যুব মহিলা লীগের সভাপতি।
২) সুমগ্ন করিম (৪০),আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।
৩) মাহমুদুল হাসান অঞ্জন (২৭),ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি।
৪) মো. সাজ্জাদ (৪১),সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক।
৫) মো: বাবুল (৪৪),১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৬) মোজাম্মেল হক আকাশ (৩০),ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৭) সাইফুল ইসলাম শাহীন (৪০),ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্য সম্পাদক।
৮) মো. মিন্টু,আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ডিবি জানিয়েছে,অভিযানে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মো. বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা চলমান। এ ছাড়া অনেকেই পূর্বে সংঘবদ্ধভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডিবির সংশ্লিষ্ট বিভাগগুলো উত্তরা,রমনা, তেজগাঁও, গুলশান,লালবাগ,ওয়ারী এবং সাইবার বিভাগ পৃথক অভিযানে অংশ নেয়।
গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলছে ডিবি।