সিলেট ব্যুরো:- সিলেটের গোলাপগঞ্জের উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। ছেলের দায়ের কুপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে ফ্রান্স থেকে স্থায়ীভাবে দেখে ফিরেন। বাড়িতে ফেরার পর থেকে তার বাসার সাথে ঝামেলা লেগেছিল। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। তাৎক্ষনিক স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, বাবার সাথে দ্বন্দ্বের জের ধরে ঘটনার সময় তর্কাতর্কি হয়। এরপরই তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।