সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) বিকেলে ভানুগাছ রোডের গ্র্যান্ড সুলতান রিসোর্টের কাছে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কুলাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে সঞ্জয় পাশীর গ্রেফতার বেশ গুরুত্বপূর্ণ। এ নিয়ে প্রশাসন জানিয়েছে,সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।