লালমোহাম্মদ কিবরিয়া :
শেরপুরের নালিতাবাড়ীতে আবাদি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত ও বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলে বালু খেকু ( বালু ব্যবসায়ী।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হওয়ার পর ২৬ এপ্রিল শনিবার নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভুমি) কাকরকান্দি সুতানাল দীঘি সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, প্রভাবশালী বালু খেকু ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত এবং জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলে।
নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান নিজের ভেরিফাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সর্তক করার পরও অবৈধ বালুনউত্তোলন বন্ধ নাকরে বালু উত্তোলন অব্যাহত রাখে। অবশেষে অভিযান চালায় প্রশাসন।
অভিযানের সময় ৩ টি ট্রাক ও ১ টি স্কেভেটর জব্দ এবং ১ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
গনমাধ্যমকে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বৈদ্যুতিক খুটির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার ভুমি নালিতাবাড়ীতে অবৈধ বালুর প্রকোপ একেবারে কমিয়ে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এবং অবৈধ বালু উত্তোলনকারীর পক্ষে সুপারিশ না করার আহ্বান করেন।