মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২২ মার্চ শনিবার বিকাল ৩টায় বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটার অপরাধে
বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/৫ দ্বারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং। এসময় সংগীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খোজ নিয়ে জানা যায় বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি বিক্রি করে কৃষি জমি নষ্টের সাথে পরোক্ষ ভাবে জরিত আছেন বিল্লাল মিয়া নামে ড্রেজার ব্যবসায়ী।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন বরুড়া উপজেলায় ড্রেজার বা বেকু মেশিন দিয়ে যে বা যারাই অবৈধ ভাবে মাটি বিক্রি চক্রের জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।
এদিন ঘটনাস্থল থেকে
আবু সুফিয়ান, জাহিদ হোসেন, নামে দুজনকে আটক করা হয়।