শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচিত শিক্ষিকা রোজিনা বেগম হত্যা মামলার পলাতক অন্যতম আসামি আবুল হোসেন ওরফে সোনা (৫০)–কে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহায়তায় মঙ্গলবার (৩ জুলাই) রাতে ময়মনসিংহের নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন কমলগঞ্জের ভাসানীগাঁও গ্রামের মৃত তৈমুছ মিয়ার ছেলে। পুলিশ জানায়, শিক্ষক রোজিনা বেগম হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার (নং-১৩/২৫) অন্যতম আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পটভূমি
উল্লেখ্য, গত ২৬ মে সকাল ১০টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামে একটি কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে থাকেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার আত্মীয় জালাল মিয়া বাধা দিতে গেলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরবর্তীতে জালালকে রক্ষায় এগিয়ে আসেন হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম। হামলাকারীরা তাদের ওপরও দা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজিনা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তার ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।