(রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ওকড়াবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। আব্দুল লতিফ কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
জানা গেছে, তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকের পর তার ব্যক্তিগত মোবাইল সার্চ করে রাষ্ট্র বিরোধী অপতৎপরতায় জড়িত থাকার তথ্য প্রমাণ মিলেছে।
এ বিষয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ জানান, আটক আব্দুল লতিফ বর্তমানে থানায় রয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলাগুলো বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। আইনিগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।