বোয়ালমারীতে দুই গ্রুপের মারামারি আহত ১৪
মো. আসাদুজ্জামান মিয়া, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্যরকে বিস্তার করে দুই গ্রুপের মারামারিতে আহত হয়েছে ১৪ জন। আহতদের মধ্যে মো. আলী আক্কাস মন্টুর গ্রুপের জাহাঙ্গীর আলম সেন্টু, রাহাত, সালেহা বেগমকে ও আশরাফ মোল্যার গ্রুপের আব্দুল্লাহকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাই শনিবার রাতে (১৫ মার্চ) মো. আলী আক্কাচ মন্টু বাদি হয়ে রূপপাত ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে ও রূপাপাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়াকে সহ ১৭ জনকে আসামি করে এবং আরেক গ্রুপের আশরাফ মোল্যা বাদি হয়ে মিন্টু মোল্যাকেসহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক আর ৩/৪ কে অজ্ঞতা আসামি করে থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১৩ এবং ১৪।
জানা যায়, গত শুক্রবার (১৪ মার্চ) ইফতারের সময় আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে কাটাগড় গ্রামে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। মারামারিতে মো. আলী আক্কাস মন্টুর গ্রুপের আহত হয় ৯ জন এবং আশরাফ মোল্যার গ্রুপের আহত হয় ৫ জন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান কদমী গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া বলেন, যে দিন মারামারি হয় ওই দিন আমি ঢাকায় ছিলাম। মারামারির ঘটনা আমি জানিও না। অথচ আমাকে একটি মামলাই ১২ নাম্বার আসামি করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, কাটাগড় এলাকায় মারামারির ঘটনাই পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।