মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে ফেনসিডিল চোরাচালান মামলায় নুর মোহাম্মদ নামের এক মাদককারবারিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।
দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার আরেক আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।
ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—বেনাপোল থেকে ফেনসিডিলবোঝাই একটি বাস যশোরের দিকে যাচ্ছে। বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার তেঘরিয়া মোড়ে বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন নুর মোহাম্মদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা বকুল হোসেন তখন পালিয়ে যান।
ঘটনার পর কোতোয়ালি থানার ইনস্পেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। এক দশকের বেশি সময় পর মামলাটির নিষ্পত্তি হলো।
প্রেরক:
মনির হোসেন