মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের দল এ অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময়, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই বাজারের মুদি দোকান ও হোটেলসহ পাঁচ দোকানিকে বিভিন্ন অংকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, উপজেলার চান্দলা বাজারের মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়।
তিনি বলেন, রমজানে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে।
ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।