নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২১ টি মোটরসাইকেলের বৈধ্য কাগজ পত্র যাচাই করে, বিভিন্ন ক্রুটি পূর্ণ মোটরসাইকেলের মালিক কে ৩৫টি মামলায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
রবিবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রসা মোড়,পলাশ মোড়, শিবদিঘী যাত্রীছাউনী মোড়, শান্তিপুর মোড় সহ পৌর শহরের প্রবশ দ্বার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে সহ বেশ কয়েক স্থানে সেনাবাহিনীর সহ পুলিশ অবৈধ ভাবে মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনি প্রতিটি মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্রেক্স টোকেন সহ এইসব গাড়ির কাগজ পত্র যাচাই বাছাই করে জরিমানা করেন।

এসময় জেলা ট্রাফিক সদর দপ্তর থেকে আসা দুই পুলিশ সার্জেন্ট ও একজন এটি এস আই ও এক কনেস্টবল ও সেনাবাহিনী, থানা পুলিশ দুটি ইউনিটে এই অভিযান পরিচালনা করেন।
দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট মোস্তাফিজার বলেন,আমরা সড়ক পরিবহন ২০১৮ আইনে এই অভিযান নিয়মিত ভাবেই চালিয়ে যাচ্ছি ,আমরা ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করছি। মানুষকে মোটরসাইকেলে চলাচলের জন্য বিশেষ ভাবে সর্তকতাও করা হচ্ছে।এবং যাদের গাড়ির কাগজ পত্র সঠিক ও সঠিক নিয়মে মোটরসাইকেল চালাচ্ছেন আমরা তাদের যাবতীয় কাগজ পত্র যাচাই-বাছাই করে ছেড়ে দিচ্ছি। তবে যারা আগে ছোটখাটো মামলা খেয়েছেন তারা ডাবল জরমানার আওয়াত চলে আসছে।
নাজমুল হোসেন
রাণীশংকৈল ঠাকুরগাঁও