মনোয়র বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহাবুর রহমান মাবু (৪৮) ও শরীয়ত জামান রাজু ওরফে খোকন (৩৬)। মাহাবুর রহমান উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার আব্দুল নুরের ছেলে। তিনি আওয়ামী লীগের সিংড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখার সা.সম্পাদক। আর শরীয়ত জামান বুলাকীপুর ইউনিয়ন বলগাড়ি বাজারের আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সা.সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর মাহাবুর রহমান মাবু ও শরীয়ত জামান রাজু ওরফে খোকন গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।