স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার চরঘোষপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ জনকে আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আটটি ট্রাক ও চারটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
রোববার (১১ মে) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। অভিযান চলাকালে সেনাবাহিনী, এনএসআই, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাবনা সদর, চাটমোহর ও শহরের বিভিন্ন এলাকার ১৪ জন। তারা দীর্ঘদিন ধরেই পদ্মা নদী তীরবর্তী এলাকার আবাদি জমি থেকে মাটি ও বালু উত্তোলনে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, “চরঘোষপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন চলছিল, যার ফলে পরিবেশ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযানে জড়িতদের আটক করে দণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে বারবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায় না। আটক ব্যক্তিরা কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন।