মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
ছাত্র হত্যা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুই দফায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর হত্যা মামলার আসামি তিনি৷ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।