জয়পুরহাট প্রতিনিধি:১১মার্চ,২৫
অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের সময় জয়পুরহাটে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক রয়েছে আরও কয়েকজন।
জয়পুরহাট সদর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে ধারকি মীরপাড়ার বাসিন্দা মীর মাহবুবুর রহমান (৫৭) কে কৌশলে অপহরণ করা হয়।
এক নারী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি রাজি হন। কথা বলার একপর্যায়ে আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত এক বাড়িতে আটকে রাখে। সেখানে তার চোখ বাঁধা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে প্রথমে ৩ লাখ টাকা, পরে আরও ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়। এরপর ১০ মার্চ ফের ১ লাখ ২০ হাজার টাকা দাবি করলে তিনি পুলিশের সহযোগিতা নেন।
জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ১০ মার্চ দুপুরে জয়পুরহাট চিনিকল রোড এলাকায় ওঁৎ পেতে থাকে।
টাকা লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়ে—পারভেজ হোসেন (৩৫) কাজী মাহফুজুর রহমান (৫০) ও সাবিনা ইয়াসমিন (৩০)
গ্রেফতারদের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবির ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।