মো. আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে অবস্থিত দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
অভিযানে অংশ নেয়া দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ও প্রশাসনিক নানা অনিয়ম পাওয়া যায়।
দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫১ ধারা লঙ্ঘনের অভিযোগে
- পণ্যের গুণগতমান বজায় না রাখা ও বিভ্রান্তিকর প্রচারের দায়ে
- জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগে
৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে
- আইনটির ৪০ ধারার আওতায়
- প্রতারণামূলকভাবে সেবা সরবরাহ ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে
৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিলয় দাস, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন-অর-রশিদ ও জেলা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও আইন মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।