মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং একটি মাদক বহনকারী ট্রাকসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে বিশেষ একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ ও ৩০ জুন সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।
অভিযানে এসআই মোঃ শারফুল ইসলাম ও এএসআই মোঃ মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশি ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলেও দুই মাদক ব্যবসায়ী মোঃ আকলু মিয়া সুমন (২১) ও মোঃ শিহাব আলী (১৯)কে আটক করা হয়।
আটককৃতদের ট্রাকের পেছনে রাখা দুটি পাটের বস্তার ভিতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ ও বিক্রয় করে আসছেন। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসমূহ:
১. ২০ কেজি গাঁজা
২. ১টি মাদক বহনকারী ট্রাক
সিরাজগঞ্জ জেলা পুলিশ মাদক নির্মূল ও অপরাধ দমনে সমন্বিত ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।