মো. মনির উজ্জামান, ভাণ্ডারিয়া (পিরোজপুর):
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেনের হট ভূমিদস্যু’ নামক ফেসবুক আইডি থেকে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা আবুল কাশেম খন্দকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মো. সোলাইমান ওরফে প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোলাইমান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার কচুয়া গ্রামের বাসিন্দা। তিনি একাধিক মামলার তালিকাভুক্ত এজাহারনামীয় আসামি এবং দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৫(২)(৩), ২৬(২)(৩), ২৯(১)(২) ও ৩৫(২) ধারায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। দীর্ঘদিন ধরে চলমান অপপ্রচারে ক্ষুব্ধ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে।