এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলোচিত নাঈম হত্যা মামলার মূল অভিযুক্তসহ এজাহারনামীয় পাঁচজন এবং অপর একটি মামলার অন্যতম আসামি ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২ জুলাই করিহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের যুবক মো. নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মামলার পর কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে একাধিক টিম গঠন করে অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- সিরাজুল ইসলাম (৬০), পিতা মৃত মিয়ার উদ্দিন
- সুমন (৩২), পিতা মৃত বকুল — উভয়ই বেহাইদুয়ার গ্রামের বাসিন্দা
- হাফিজ শেখ (৪০), পিতা মৃত আব্দুল আজ্জি — রামপুর
- বাদল,
- মাসুদ — উভয়ই করিহাতা গ্রামের বাসিন্দা
অন্যদিকে, ৫ জুলাই সনমানিয়া ইউনিয়নের জাহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় গাফফার (২৭) নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মো. শাকিল (২৪) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকেও এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান,
“নাঈম হত্যাকাণ্ডের পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচজনকে দ্রুত গ্রেফতার করা হয়। জাহিদুল হত্যার আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি জয়নাল আবেদীন মন্ডলের কঠোর অভিযান ও তৎপরতায় এলাকায় মাদক ও সন্ত্রাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।