শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কাশেম (৬৮) কে ১৮ বছর পর গাজীপুর থেকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। গত শনিবার (১ মার্চ) রাতে গ্রেফতারকৃত আবুল কাশেম নীলফামারী জেলা শহরের বারইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে নির্মমভাবে হত্যা করে মরদেহ একাই মাটির নিচে পুঁতে রাখেন। ঘটনার পর নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত কাশেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ‘পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর নিশ্চিত হয়েই গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’