মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক যুবলীগ নেতা ও পরুয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবলীগ নেতা উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের আব্দুর ছমেদের পুত্র মোঃউজ্জ্বল মিয়া(৩২)।মামলা নং-০৬ মধ্য’তাং-২৭/১১/২৪।তিনি বাংলাদেশ যুবলীগ ৩নংচামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক।
পরুয়ানাভুক্ত চার আসামী সম্পদপুর এলাকা হইতে ননজিআর-১০/২৩(মধ্যঃ) এর সঞ্জয় তালুকদার,লিটন তালুকদার,পিনু তালুকদার।অন্যজন সুলেমানপুর এলাকা হইতে সিআর-৫৮১/২০২৪(ভালুকা)এর ওয়ারেন্ট ভুক্ত আসামী-বজলু মিয়া’কে গ্রেফতার করা হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল বিকের থেকে আজ সকাল পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতারে সক্ষম হই। ধৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।