সিলেট
সীমান্ত নদী পাটলাই নদীর উৎস মুখ থেকে চুরি করা খনিজ বালি বোঝাই চার ট্রলার জব্দের এক সপ্তাহ পর ২৬ জনের নামে এক পুলিশ অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ বাদী হয়ে বালি চুরিতে জড়িত ৪ জনের নামোল্ল্রেখ করে অজ্ঞাতনামা আসামি সহ ২৬ জনের নামে গেল ৩১ মার্চ থানায় ওই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের তাহের আলীর ছেলে শাহীনুর মিয়া,একই উপজেলার একই গ্রামের মৃত তোফাচাঁন মোল্লার ছেলে ইব্রাহিম,আব্দুর রহমানের ছেলে মন্তাজ আলী, গোলাপ মিয়ার ছেলে আল আমিন সহ অজ্ঞাতনামা ২২ জন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, প্রতি দিবারাত্রীর ন্যায় গেল ২৫ মার্চ ভোররাতে বালি মহাল ইজারা বহি:র্ভুত সীমান্ত নদী জাদুকাটা-মাহারামের ত্রি মোহনায় থাকা সীমান্ত নদী পাটলাই নদীর উৎস মুখ থেকে নদীর পাড় (তীর কেটে) কয়েকটি সংঘবদ্ধ বালি খেকো চক্র ট্রলারে চুরি করে খনিজ বালি বোঝাই করছিলো।
এরপর স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিক্তিত্বে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সঙ্গীয় অফিসার্স ফোর্স’র সহযোগিতায় ওই দিন সকাল সাড়ে ৭টায় খনিজ বালি বোঝাই চারটি ষ্টিল বডি ট্রলারসহ প্রায় ২০ লাখ টাকা জব্দ মুল্য দেখিয়ে জব্দ তালিকা করেন।
নদী তীরবর্তী মানুষজনের অভিযোগ, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ চুরি করা খনিজ বালি বোঝাই ট্রলার জব্দের পর ফাঁক ফোকর খুঁজতে থাকেন মোটা অংকের ঘুস নিয়ে বালি বোঝাই ট্রলার গুলো মালিকদের ফিরিয়ে দিতে। এ কারনেই জব্দের এক সপ্তাহ পর উধ্বংতন কতৃপক্ষের নির্দেশে তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করতে বাধ্য হন।
অভিযোগ অস্বীকার করে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী বলেন, কিছুটা জঠিলতা থাকায় মামলা দায়েরে বিলম্ভ হয়েছে।
প্রবণতা
- ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
- যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি আলোচনা
- থানা থেকে পালিয়ে রেলস্টেশনে লুকিয়েও ধরা, ফের গ্রেফতার নয়ন
- শুল্ক বৃদ্ধির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে না:বাণিজ্য উপদেষ্টা
- প্রবেশপত্র নিয়ে বিপাকে পালিচড়া এম এন উচ্চ বিদ্যালয়ের ৭৩ এসএসসি পরীক্ষার্থী
- সাদুল্লাপুরে শর্টপিচ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
- সংশোধিত ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে আপ ও মিম নেতারা: ধর্মীয় অধিকার খর্বের অভিযোগ
- বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক: করণীয় নির্ধারণে ইউনূসের জরুরি বৈঠক