স্টাফ রিপোর্টার:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে আনোয়ার হোসেন আকন্দের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে তাঁর নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন আদালত।
গত ২৯ জুন (শনিবার) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অতিরিক্ত ও চলতি দায়িত্ব প্রধানের নীতিমালা ২০২৩’ অনুযায়ী মহাপরিচালক (ডিজি) পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। অথচ উক্ত নীতিমালা লঙ্ঘন করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে আদালতে মামলা হলে হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করে এবং জনপ্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
উল্লেখ্য, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন। তাঁর বড় ভাই কামরুল হাসান ছিলেন হবিগঞ্জের ডিসি এবং তাঁদের এক বোন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া একই অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মোসাম্মৎ মঞ্জু আখতার এবং সহকারী পরিচালক জরিনা খাতুনের নিয়োগও আদালত স্থগিত করেছেন। তাঁরা দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হয়েও চতুর্থ গ্রেডের দায়িত্ব পালন করছেন, যা জনপ্রশাসনের বিদ্যমান নিয়োগবিধির স্পষ্ট লঙ্ঘন।
আদালতের এ রায় প্রশাসন ও নীতিমালার যথাযথ প্রয়োগ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।