,
জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে । গ্রেফতার মাসুদুর রানা মহাদেবপুর উপজেলা যুব লীগের সদস্য । তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম। তিনি বলেন, বুধবার রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে বদলগাছী থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতের অভিযোগে রয়েছে । এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
মোঃ-হাবিবুর রহমান