সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পালানোর চার ঘণ্টার মধ্যেই পুলিশের চিরুনি অভিযানে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাকে ফের আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল)। নয়নের বাড়ি শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগ এলাকায়। বর্তমানে তিনি শহরের একটি বাসায় ভাড়া থাকেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নয়নসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানার এসআই কক্ষে রাখা হয়েছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা বললে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খোলেন। সে সময় নয়ন তাকে ধাক্কা মেরে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই পুলিশ চারপাশে চিরুনি অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে নয়নকে পুনরায় আটক করা হয়।
ওসি জানান,নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় আগে থেকেই ৫টি মামলা রয়েছে। এবার থানা থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।